শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনার আংটিতে গেইলের কীর্তি তুলে ধরলেন অস্ট্রেলিয়ার জুয়েলারি ডিজাইনার

স্পোর্টস ডেস্ক : [২] বয়সটা ৪০ কোটা ছাড়িয়ে গেলেও এখনো ২২ গজে দাপিয়ে বেড়াচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিজ গেইল। চার-ছক্কার ফুলঝুরিতে একের পর এক রেকর্ড গড়া গেইল এবার পেলেন বিশাল সম্মাননা।

[৩] মাঠের ক্রিকেটে গেইল যেমন আগ্রাসী, তেমনি মজার মজার সব কথায় মাঠের বাইরেও মাতিয়ে রাখেন তিনি। তবে একখানে এসে বেশ সিরিয়াস বাঁহাতি এ ওপেনার। সবসময় নিজেকেই সর্বেসর্বা ভাবেন তিনি। যে কারণে নিজের নাম দিয়েছেন ‘ইউনিভার্স বস’। এবার সেই খেতাবে যুক্ত হলো নতুন পালক।

[৪] সম্প্রতি গেইলের ‘ইউনিভার্স বস’ নামে সোনার আংটি এসেছে বাজারে। অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সের ডিজাইনে তৈরি করা আংটিটি উদ্বোধন করেছেন গেইল নিজেই। আংটিটিতে ইউনিভার্স বস লেখার পাশাপাশি ক্যারিবিয়ান এ কিংবদন্তির প্রতিকৃতি এবং সংক্ষেপে তার নিজের করা স্বাক্ষরও খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে।

[৫] একই সাথে আংটির একপাশে লেখা রয়েছে ৩৩৩ সংখ্যা। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গেইল ৩৩৩ নাম্বার জার্সি গায়ে চাপিয়ে খেলেন। টেস্টে গেইলের ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩৩ রান। সেখান থেকেই অনুপ্রাণিত তিনি। এ কারণেই ৩৩৩ সংখ্যাটা রাখা হয়েছে আংটিটিতে।

[৬] নিজের কীর্তি গাথা ‘ইউনিভার্স বস’ নামের আংটিটি বেশ মনে ধরেছে গেইলের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই আংটির একটি ভিডিও শেয়ার করেছেন ক্রিস গেইল। এমনভাবে সম্মাননা জানানোর জন্য অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সকে ধন্যবাদ জানিয়েছেন ক্যারিবিয়ান কিং।

[৭] গেইলের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়