শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্রগ্রাম সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

রাজু চৌধুরী, চট্রগ্রাম প্রতিনিধি:  দলীয় মনোনয়নের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা চসিক নির্বাচনে বিদ্রোহী হয়ে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়বেন তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হবে বলেও জানা গেছে।

কেন্দ্রিয় দপ্তর থেকে ওইসব প্রার্থীর কাছে এ সংক্রান্ত চিঠি শিগগিরই ডাকযোগে পাঠানো হবে। পাশাপাশি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতার অভিযোগে স্থানীয় এমপি ও দলীয় নেতাদেরও কারণ দর্শাতে চিঠি দেবে আওয়ামী লীগ।

দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়তে চান তাদের এ সিদ্ধান্ত দলের প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তকে অবমাননা করার সামিল বলে মনে করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

অনেকে বলছেন, জননেত্রী শেখ হাসিনা এবং দলের প্রতি যাদের আনুগত্য নেই, তারা দায়িত্ব পেলে দলের জন্য ক্ষতি বলে মনে করছেন দলের নেতারা। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সম্পাদনা:তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়