শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনতাসীর মামুন জানান, ভারতের অন্নদাশঙ্কর রায়ের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, দেশ স্বাধীনের স্বপ্ন দেখেন ৪৮ সালে ভাষা আন্দোলনে

দেবদুলাল মুন্না: এ তথ্য গতকাল মুনতাসীর মামুন দাবি করেন। তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্বে শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। কিন্তু জেলে থেকেই সব নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে প্রকাশিতব্য ১৪ খণ্ডের বইয়ের মধ্য প্রথম ও দ্বিতীয় খণ্ড এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বইয়ের প্রথম খণ্ডটির সময়কাল ১৯৪৮-১৯৫০ এবং দ্বিতীয় খণ্ডের সময়কাল ১৯৫১-১৯৫২।

তিনি জানান,এসব গোপন নথি দেখলেই বোঝা যায়, ১৯৪৯ সালের ১২ মার্চ সদরঘাট থেকে প্রায় দুইশজন ছাত্রের অংশগ্রহণে একটি মিছিলের নেতৃত্ব দিয়ে শেখ মুজিবুর রজমান, দবিরুল ইসলাম ও কল্যাণ দাস গুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জমায়েত করেন।

মুনতাসীর মামুন বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমন্ত্রণে অন্নদাশঙ্কর রায় ঢাকা আসেন। অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুর কাছে জানতে চান ‘বাংলাদেশের আইডিয়াটি প্রথম কবে আপনার মাথায় এল?’ তিনি (বঙ্গবন্ধু) মুচকি হেসে বলেন, ‘সেই ১৯৪৮ সালে। হঠাৎ একদিন রব উঠল, আমরা চাই বাংলাভাষা। সেই ভাষাভিত্তিক আন্দোলনকেই একটু একটু করে রূপ দিই দেশভিত্তিক আন্দোলনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়