শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, চার পুলিশ কারাগারে

ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধার নকল সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি গ্রহণের মামলায় চার কনস্টেবল যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।বাংলা ট্রিবিউন

রবিবার (২৩ ফেব্রুয়ারি) যশোর সদর কোর্টের জিআরও এএসআই রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারীরা হলো, যশোর সদর উপজেলার রানা হাসান, বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের বাপ্পী মাহমুদ, চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের মনিরুজ্জামান এবং কোটালিপুর গ্রামের আলীম উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৩ ডিসেম্বর যশোর পুলিশ লাইনস ময়দানে কনস্টেবল পদে নারী-পুরুষ নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন কর্মস্থলে যোগদান করানো হয়। এরপর তাদের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাচাই-বছাইয়ের জন্য পুলিশ হেড কোয়ার্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে নিয়োগ পাওয়া আট জনের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নকল প্রমাণিত হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয়ের সুপারিশে গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে ওই আট জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর রিজার্ভ অফিসের আরওআই পরিদর্শক এম মশিউর রহমান।

এ মামলার ওই চার জন গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়