শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সফরে সোনা ও রুপার থালায় খাবার খাবেন ট্রাম্প

ইয়াসিন আরাফাত : সোমবার ২ দিনের সফরে ভারতে পৌছাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরে সঙ্গে আসছে ট্রাম্পের স্ত্রী মেনিলা ট্রাম্প, ইভাংকা ট্রাম্প এবং মেয়ের জামাই জেরেড কুশনার। প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি ভারত। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী দিল্লি জুড়ে সাজ সাজ রব। ট্রাম্পের আপ্যায়নে যাতে কোথাও কোনো ত্রুটি যেন না থাকে তার ব্যবস্থাপনায় রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারিষদরা। কোলকাতা ২৪

জানা গেছে এলাহী আয়োজন করা হয়েছে ট্রাম্পের অভ্যর্থনায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পরিচয় করাতে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। জয়পুর থেকে বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে সোনা এবং রূপার তৈরি খাবার প্লেট ও ডাইনিং সেট। সেই স্পেশাল বাসনেই মার্কিন প্রেসিডেন্টকে খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে।

ট্রাম্পকে আপ্যায়নকারী অরুণ পাবুওয়াল জানিয়েছেন, এর আগে ভারতে বারাক ওবামার জন্যও এ আয়োজন করা হয়েছিলো। ভারতীয় রান্নার সঙ্গে ট্রাম্প যাতে পরিচিত হতে পারেন তার আয়োজনে কোনো কমতি রাখছে না দিল্লির প্রসিদ্ধ রেস্তোরাঁ বুখারা। ট্রাম্পের পছন্দের কথা মাথায় রেখে ট্রাম্প প্ল্যাটার তৈরি করেছে এ রেস্তোরাঁ। সেখানে এমএফ হুসেনের আঁকা একটি অ্যাপ্রন উপহার দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। জানা গিয়েছে, ট্রাম্প ও মেলানিয়ার খাবারের থালায় তাদের পছন্দের সব খাবার রাখার বন্দোবস্ত করা হচ্ছে। তাদের খাদ্যতালিকায় থাকছে ডায়েট কোক, চেরি ভেনিলা আইসক্রিম। তবে তাদের ব্যক্তিগত ‘শেফ’ থাকবেন হোটেলেই। তারা যখন যা চাইবেন, খেতে পারবেন।

ঝাল, মশলা যুক্ত খাবার পছন্দ করেন না মার্কিন প্রেসিডেন্ট। সেকারণে তার জন্য নতুন কিছু বিশেষ রান্না তৈরি করতে চাইছেন শেফরা। যার নাম দেওয়া হবে ‘ট্রাম্প প্লাটার’। তবে তাতে ঠিক কী কী থাকছে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ট্রাম্প নাকি সি-ফুড খেতে পছন্দ করেনল তাই তার খাবারের তালিকায় সামুদ্রিক মাছ থাকার সম্ভাবনা রয়েছে। আর মেলানিয়ার মেনু থেকে অবশ্যই বাদ থাকবে বাদা, যা তিনি একেবারেই খান না।

তাদের সঙ্গে আসছেন তাদের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনি এক ইহুদিকে বিয়ে করেছেন, তাই তার খাবারের তালিকায় সেই ইহুদিদের ট্র্যাডিশনাল খাবারই থাকে। ইভাঙ্কা সেসবই খাবেন বলে শোনা যাচ্ছে।

বুখারা রেস্তোরার কর্তৃপক্ষ জানিয়েছে গত ৪১ বছর ধরে নিজেদের মেনুতে কোনো পরিবর্তন আনেনি তারা। এ রেস্তোরাঁর জনপ্রিয়তা তন্দুর এবং কাবাবের জন্য। ট্রাম্পের আগে বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ বুশ,
ভ্লাদিমির পুতিন, দলাইলামাসহ একাধিক ব্যক্তিত্ব এ রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। তন্দুরির পাশাপাশি রেস্তোরাঁর বিশেষত্ব ডাল বুখারা পরিবেশন করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়