শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  : পেছনে আছে দুঃস্মৃতি। সামনে কন্ডিশনের কঠিন চ্যালেঞ্জ। মাঝে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এসেছে দারুণ জয়। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে পেসার জাহানারা আলম জানালেন, সেই জয়ই আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের।

আগামীকাল সোমবার পার্থে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবেন জাহানারা, সালমারা। এই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে আরও পাচ্ছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচে কেবল ২টি জিতেছে বাংলাদেশ। সেই জয় দুটি এসেছে ২০১৪ বিশ্বকাপে, নিজেদের মাটিতে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ দুই আসরে আট ম্যাচে জয় নেই একটিও।

এবার খেলা অস্ট্রেলিয়ায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমায় বাংলাদেশ দল। করেছে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প। বৃষ্টির কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়নি।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পায় সালমা খাতুনের দল।আবহাওয়া যেহেতু নিজেদের হাতে নেই, তাই যতটুকু প্রস্তুতির সুযোগ হয়েছে তাতে সন্তুষ্টির কথা পার্থে শনিবার অনুশীলনের ফাঁকে জানান জাহানারা।

“আমরা এখানে এসেছি ৩ ফেব্রুয়ারি, ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছি। বোর্ড আমাদের পাঠিয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি ছিল, কোনো দলই এখানে এসে ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। তারপরও যতটুকু আমরা পেরেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়