শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে বার কাউন্সিল

এস এম নূর মোহাম্মদ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বিরুদ্ধে পেশাগত অসদাচারণের অভিযোগ গ্রহণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জানান, বার কাউন্সিল অভিযোগ আমলে নিয়েছেন, যার রেজিস্ট্রেশন নাম্বার ২৬০২। এরআগে গত ৪ ফেব্রুয়ারি বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন এবং তার আইনজীবী সনদ বাতিলের আবেদন করেন তিনি।

আবেদনে জুলফিকার আলী বলেন, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস অনুযায়ী কোনো আইনজীবী সনদ বহাল থাকা অবস্থায় অন্য কোন পেশা কিংবা ব্যবসা অথবা সরকারী চাকরিসহ অন্য কোন চাকরি করতে পারবেন না। তবে তিনি যদি চাকরি করতে চান সেক্ষেত্রে তাঁর আইনজীবী সনদ ও সমিতির সদস্যপদ স্থগিত করতে হবে। কিন্তু রুহুল কুদ্দুস কাজল বিএনপি সরকারের আমলে ২০০৪ সাল থেকে ২০০৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের একজন ক‚টনীতিক হিসেবে কর্মরত ছিলেন। একজন সরকারি চাকরিজীবী হিসেবে সমস্ত সুযোগ সুবিধা বেতন ভাতা গ্রহণ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, যারা এটা করেছেন তারা ইতিপূর্বও বিভিন্ন জায়গায় এই অভিযোগ করেছেন। এটা এমন কিছু নয়। এটা করে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়