শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে থামছেনা মোটর সাইকেল চুরি

মো.জোহরুল ইসলাম, নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবারো একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে নাচোল সরকারি কলেজের প্রভাষক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বড় ভাই মো. জিল্লার রহমান বেতন উত্তলনের জন্য সোনালি ব্যাংকের নিচতলায় একটি ডিসকভার-১২৫ সিসি কাল রঙ্গের মোটরসাইকেল রেখে ব্যাংকের উপরে যায়।

ব্যাংক থেকে বেতন উত্তলনের প্রায় ১০মিনিট পর প্রভাষক জিল্লার রহমান ব্যাংকের নিচে এসে দেখতে পাই তার গাড়িটি সেই স্থানে নেই। কেবা কাহারা গাড়িটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ।

ভুক্তভোগিরা বলছে নাচোল সোনালি ব্যাংকের নিচতলা থেকে প্রতি মাসে একটি থেকে দুটি মটর সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটছে। অথচ মেয়র মহোদয় কিংবা ব্যাংকের কর্তৃপক্ষ কোন ধরনের (মটর সাইকেল ) চুরি রোধে বিকল্প ব্যবস্থা গ্রহন করছে না। এভাবে যদি ব্যাংকের নিচতলা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে হয়ত অনেক ব্যাংক গ্রাহক সোনালি ব্যাংকের সেবা থেকে বিমুখ হতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগিরা।

এ বিষয়ে নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মাহেদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি এখানে নতুন যোগদান করেছি। মোটর সাইকেল চুরির বিষয়টি খুব দুঃখজনক। ব্যাংকের নিচতলায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষকে আজকে আবার নতুন করে চিঠি দিয়েছি।

এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান,মোটর সাইকেল চুরির খবর শুনে ব্যাংকের ম্যানেজারের সাথে চুরির বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। খুব শ্রীঘ্রই ব্যাংকের নিচে সিসি ক্যামেরা স্থাপন হলে মোটর সাইকেল চুরি অনেকাংশে কমবে বলে আমি মনে করি। আর মোটর সাইকেল চোরদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়