শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোর মহাসড়কের বেহাল দশা, সংস্কারে ধীরগতি

তাপস কুমার, নাটোর প্রতিনিধি: উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকায় বনপাড়া-পাবনা মহাসড়কের মাত্র ৫০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে স্থানীয়রা।

মহাসড়কে সংস্কারাধীন স্থানটি চলাচলের প্রায় অযোগ্য হলেও দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ স্বল্প পরিমাণ রাস্তার সংস্কার কাজের অত্যন্ত ধীরগতিতে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ভোগান্তির শিকার শত শত মানুষ। তবে বিষফোঁড়ায় পরিণত হওয়া এ রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সওজ বিভাগ।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পাবনার রুপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও পদ্মা সেতু প্রকল্পের পাথরসহ ভারী মালামাল পরিবহনের জন্য ব্যবহার হয় এ মহাসড়কটি। প্রতিদিন প্রায় ৫০ হাজার হালকা, মাঝারি ও ভারী যানবাহন নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার অতিক্রম করে। স্থানীয় ৪টি কলেজসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে ১০ হাজার শিক্ষার্থী এই পথে চলাচল করে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, কয়েক বছর আগে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হলে যান চলাচল ঠিক রাখতে চার মাস আগে সওজ ওই অংশে ইট বিছিয়ে দেয়। কিন্তু তারা এখনও বনপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ এই অংশে কাজ শুরু না করে ইট বিছিয়ে দায়িত্ব শেষ করছে।

রোববার সরেজমিনে দেখা যায়, ডিভাইডারের দুই পাশে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। সেই খানাখন্দে দেয়া নিম্নমানের ইট যানবাহনের চাপে গুড়া হয়ে আবারো গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইটের গুড়া বাতাসে উড়ায় পথচারীরা নাক ঢেকে চলাচল করছেন। গর্তে যানবাহন আটকে গেলেই সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে, পুরনো ইট ভেঙ্গে গেলেও স্থায়ী সংস্কার না করে আবারো ইট দিয়ে জোড়াতালি দেয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, তদারকির অভাব আর ঠিকাদারের স্বেচ্ছাচারীতায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

বনপাড়ার ব্যবসায়ী জিএম শিমন বলেন, ‘এতোটা গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না করে শুধু ইট বিছানো। নিম্ন মানের সেসব ইট ভেঙ্গে গেছে, কি যে দুর্ভোগ বলা কঠিন।’ ফল বিক্রেতা আব্দুর রশিদ বলেন, ‘মহাসড়কের পাশেই আমার দোকান। রাস্তায় গাড়ি চলায় সারাক্ষণ ধূলা ছিটে এসে ফলের গায়ে পড়ছে।’ এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায় নি।

বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, ‘পৌরসভার কাজ না হলেও আমরা পৌরবাসীর স্বার্থে ধূলা দূর করতে প্রতিদিন রাস্তায় পানি ছিটাচ্ছি। সওজের উচিত কাজটি যত দ্রুত সম্ভব শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া।’

সওজের নির্বাহী প্রকৌশলী নজেস রহমান বলেন, ‘মহাসড়কটি পরিদর্শন করেছি। ঠিকাদার যেনো কাজ দ্রæত শেষ করে সে ব্যাপারে তদারকি করা হবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়