শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ: ওবায়দুল কাদের ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য নেতাদের নিরামিষ খাওয়ালেও ট্রাম্পের জন্য আমিষ রাখছে ভারত, থাকছে গরু, রাশিয়া থেকে আসছে শুয়োরের মাংস

আসিফুজ্জামান পৃথিল : খাবারের যে সব পদ মার্কিন প্রেসিডেন্টের বিশেষ পছন্দের, তার মধ্যে রয়েছে মিটলোফ। ভেড়ার মাংসের পদ এটি। প্রতি বছর তার জন্মদিনে ট্রাম্পের বোন নিজে হাতে বানিয়ে তাঁকে খাওয়ান। এ ছাড়া বিভিন্ন মাংসের স্টেক, কাঁকড়া, চিংড়ি, চেরি-ভ্যানিলা আইসক্রিম, চকলেট কেকও ভালবাসেন। হিন্দুস্তান টাইমস

প্রতিদিনের সকালের নাস্তাতেও বার্গার খান তিনি। জানা গেছে, ভারত সফরকালে এসব মাংসের আইটেম পরিবেশনে কোনও ধরনের কার্পণ্য করবে না ভারত সরকার।

অথচ এর আগে দেখা গেছে, বিদেশী কোনও নেতা ভারতে এলে তাকে নিরামিশ দিয়ে আপ্যায়ণ করা হয়। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। মোদী নিজেও ধর্মীয় কারণে নিরামিশাসী।

কিন্তু ‘মাংসভোজী আমেরিকান’ ট্রাম্পের ক্ষেত্রে এই নীতি থেকে সরে আসলো তারা। অবশ্য এর আগে ভারত সফর করা মার্কিন প্রেসিডেন্টদের মেন্যুতেও ছিলো আমিষের আধিক্য।

২০০৬ সালে জর্জ বুশের সফরে পরিবেশন করা হয়েছিল, গলদা চিংড়ি, বিরিয়ানি আর ভারতীয় কারি। ২০১০ সালে আসেন বারাক ওবামা। রাষ্ট্রপতি ভবনের মেনুতে ছিলো তার বিশেষ আগ্রহের চিকেন শামি কাবাব, আচারি ফিশ টিক্কা, পিস্তা মুর্গ। ২০১৫ সালে আবারও সস্ত্রীক আসেন তিনি। রাষ্ট্রপতি ভবনের ভোজসভায় ছিল, সর্ষে দিয়ে মাছ আর কাশ্মীরের একটি মাংসের পদ ‘গুস্তাবা’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়