শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কাউন্সিলরদের মধ্যে ১২ জন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:জেলার সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থন না পাওয়া বর্তমান ১৫ সাধারণ কাউন্সিলরের মধ্যে অন্তত ১২ জন স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে যেতে আগ্রহী না ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের মোহাম্মদ হোসেন হিরণ ও ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন।

দলীয় সমর্থন না পাওয়া বর্তমান ১২ কাউন্সিলর বিভিন্ন ভাবে প্রচার করেছেন ‘এলাকাবাসীর দাবির মুখে’ তারা স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহীমকে।

তবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন সাহেদ ইকবাল বাবুও। ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহিরুল আলম জসিমের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে নির্বাচনে যাওয়ার কথা বলেছেন জসিম। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে এবার বর্তমান কাউন্সিলর নগর আওয়ামী লীগের সদস্য মোরশেদ আকতার চৌধুরীর স্থলে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল। তবে এখানে থামছেন না মোরশেদ। তিনিও স্বতন্ত্র হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড থেকে বাদ পড়া বর্তমান কাউন্সিলর সাবের আহমেদও স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে মনোনয়ন বঞ্চিত হয়েছেন কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক। এই ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মানিক। ২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আবুল হাশেমও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বাদ পড়েছেন বর্তমান কাউন্সিলর এইচ এম সোহেল লড়বেন স্বতন্ত্র হয়ে। ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড থেকে এবার বাদ পড়েছেন আবদুল কাদের প্রকাশ মাছ কাদের। তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড থেকে বাদ পড়া বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড থেকে বাদ পড়েছেন ৪বারের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম। তবে এলাকাবাসীর দাবির মুখে সেলিমও নির্বাচনে লড়াইয়ে থাকছেন। ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে বাদ পড়েছেন বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তবে বিপ্লবও হাল ছাড়ছেন না। তিনিও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়