শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে বসেই তৈরি করুন অ্যালোভেরা জেল

নিউজ ডেস্ক: অ্যালোভেরা সংবেদনশীল ত্বকের জন্য ভালো একটি স্ক্রাব। ঘর থেকে বাইরে বের হলেই ধুলাবালি ত্বকে জমে। ফলে ত্বক যেমন ময়লা হয়, তেমনি ত্বকে র‌্যাশও দেখা দিতে পারে। তবে ত্বকের যত্নে নামিদামি অনেক ক্রিম আমরা ব্যবহার করে থাকি। যুগান্তর

তবে ত্বকের যে কোনো সমস্যায় ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন ঘরে।

ত্বকের যত্নে অ্যালোভেরা জেল খুব সহজেই তৈরি করা যায়। এই জেল ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। অ্যালোভেরা যে কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন। এই জেল ত্বক আর্দ্র রাখে ও ক্ষয় পূরণ করে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক সুরক্ষিত রাখা যায়।

কীভাবে ব্যবহার করবেন এই জেল-
উপকরণ অ্যালোভেরা জেল এক টেবিল চামচ, ল্যাভেন্ডার তেল এক চা চামচ, প্রিমরোজ তেল চার ফোঁটা।

যেভাবে তৈরি করবেন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তা বায়ুরোধী কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে ঘুমানোর আগে এই জেল ব্যবহার করুন। ত্বকে তা ভালোভাবে প্রবেশ করানোর জন্য রোলার ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেলের উপকারিতা
১. চিনি ত্বকের ডেডসেল দূর করে ত্বককে উজ্জ্বল করে।
২. অ্যালোভেরা জেল ত্বকের ভেতর ঢুকে ত্বক পরিষ্কার করে এবং ময়েশ্চারাইজ করে।
৩. লেবুর রস ত্বকের দাগ দূর করে। ত্বকের টোন উজ্জ্বল করে। প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করে
৪. জেল ত্বকের ক্ষয় পূরণের পাশাপাশি অতিরিক্ত তেল নিঃসরণ কমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়