শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুমিনুলের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ,সংগ্রহ ১৯২/৩

রাকিব উদ্দীন : একমাত্র টেস্টে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সাইফ হাসান। ব্যাক্তিগত ৮ রান যোগ করতেই নিআউচির বলে চাকাভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। শান্তর সাথে জুটি বেধেঁ তামিমও টিকতে পারলেন না বেশিক্ষণ। ট্রিপিয়ানোর বলে চাকাভার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪১ রানে ফিরেন তামিম। দলের হাল ধরে মুমিনুলের সাথে দলকে টেনে নিয়ে যাওয়া শান্ত থামেন ৭১ রানে। টিসুমার বলে চাকাভার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯২ রান। মাঠে অপরাজিত আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

এর আগে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে দিনের শুরুতেই হারায় আগের দিনে অপরাজিত থাকা ব্যাটসম্যান ডোনাল্ড তিরিপানোকে। ব্যক্তিগত ৮ রান করে রাহির শিকার হয়ে ফেরেন তিনি। এরপর নিজের চতুর্থ উইকেট হিসেবে এনডিলোভুকে আউট করেন রাহি। অভিষেক টেস্টে ব্যাট করতে নেমে তাইজুলের শিকার হয় চার্লটন শুমা। এরপর ব্যাট হাতে রানের চাকা বাড়াতে থাকলেও এক পর্যায়ে তাইজুলের স্পিনে নাইমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন চাকাভা। ব্যক্তিগত ৩০ রান করেন । ৬ রানে অপরাজিত থাকেন নিআউচি। ২৬৫ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করলো সফরকারীরা।

একমাত্র টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারালেও ক্রেইগ আরভিনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মাসভাউরে। মধ্যাহ্ন বিরতির পর ক্রেইগ এবং কাসুজার ১১১ রানের জুটি ভাঙেন নাঈম। ব্যক্তিগত ১০ রানে নাইমের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেতে হয় টেইলরকেও।

এরপর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও সিকান্দার রাজাকে ১৮ রানে ফিরিয়ে দেন নাঈম। ব্যক্তিগত মাত্র ৭ রানে রাহির শিকার হয়ে ফেরেন টিমিসেন মারুমা। সেঞ্চুরি তুলে নিয়ে ব্যাটে ৭ রান যোগ করতেই নাঈমের শিকার হন আরভিন। ২২৮ রান করে প্রথম দেন শেষ করে সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়