শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে কনস্যুলেটের উদ্যোগে  শহীদ দিবস পালিত 

ওবায়দুল মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে গভির শ্রদ্ধা ও ভালবাসায়। প্রবাসে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মের অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়।

একুশে ফেব্রুয়ারি সকাল ৯ টায় কনসুলেট প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসি নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

প্রথমে কনসাল জেনারেল মোহাম্মদ জেনারেল ইকবাল হোসেন খানের নেতৃত্বে বাংলাদেশ কনুসলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ নানা সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

কনসুলেটের সম্মেলন কক্ষে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান প্রবাস লামারাং এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর ই মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, প্রথম সচিব (শিক্ষা সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমীন ও দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়