শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার

বাংলাদেশ প্রতিদিন : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া এলাকার ঝিনাপাড়া রাস্তার মাথায় ব্রিজের নিচ থেকে শপিং ব্যাগ মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার বিকালে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই নবজাতকের মৃতদেহটি উক্ত স্থানে ফেলে যায়। পরে স্থানীয় পথচারীরা উদ্ধার করে নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি অফিসার ডা. রুপন কুমার সুশীল এ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে সে মারা যায়। নবজাতকটি ছেলে ছিল। তার শরীরে কালো রঙের পানি জাতীয় কিছু ছিল।

তিনি আরও বলেন, গতরাতে হাসপাতালে একটি ছেলে সন্তান জন্ম নেন। স্থানীয়রা সে ছেলে সন্তান মনে করে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি আমাদের হাসপাতালে যে ছেলে সন্তান জন্ম নিয়েছে সে তার বাড়িতে আছে। এ নবজাতক সে নবজাতক নয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নবজাতকের লাশ উদ্ধারের খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়