শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে সন্ত্রাসীদের গু‌লিতে আ.লীগ নেতা নিহত, আহত ৫

অনলাইন রিপোর্ট: বান্দরবান সদর উপ‌জেলায় সন্ত্রাসী‌দের গু‌লিতে ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচনু মারমা (৫৫) মারা গেছে। এ ঘটনায় সা‌বেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও যুবলী‌গ নেতাসহ আহত হ‌য়ে‌ছেন আরও পাঁচজন। এদিকে বাচনু মারমার মৃত্যুর খবর শুনে স্ট্রোক ক‌রে বাতখই মারমা (৬৩) না‌মের আরেকজন মারা গে‌ছে।

শ‌নিবার (২২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাজ‌বিলা ইউনিয়‌নে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহ‌ত বাচনু মারমার বাড়ি জামছ‌ড়ির ভিতর পাড়া। সে ওই এলাকার মংবই মারমার ছে‌লে। এছাড়া আহতরা হ‌চ্ছেন- সা‌বেক ইউপি সদস্য উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলী‌গ নেতা হ্লামং চিং (৩০) ক্যা‌পোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ী সন্ত্রাসীদের ৮ থে‌কে ১০ জনের একটি দল সশস্ত্র অবস্থায় এসে রাজ‌বিলার জামছ‌ড়ির মুখ পাড়ার এক‌টি দোকা‌নে এলোপাথা‌রি গু‌লি চালায়। এতে ঘটনাস্থ‌লেই বাচনু মারা যায়। এ সময় আহত হন আরও পাঁচজন। এছাড়া গুলিতে মৃত্যুর ঘটনায় স্ট্রোক ক‌রে মারা যান আরও একজন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে থেকে মৃতদেহ উদ্ধার করেছি। আর আহত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠানো হয়েছে।’

এদিকে ঘটনার পর থেকে জনম‌নে আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে। বর্তমা‌নে সেখা‌নে সেনাবা‌হিনী ও পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে বলে জানা গেছে।

সূত্র: সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়