শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেল ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করবে বসুন্ধরা গ্রুপ, জানালেন গ্রুপটির চেয়ারম্যান

মো. আখতারুজ্জামান: শনিবার কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এ কথা বলেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, আমাদের সব উৎসাহ ও উদ্দীপনার মূল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আজ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নে দিকে তাকিয়ে রয়েছে।

আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর একটা সিদ্ধান্তে দেশে রেমিট্যান্স প্রবাহ ১৫ শতাংশ বেড়ে গেছে। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ ইনসেনটিভ দেওয়ার ঘোষণা দেন তারা। এতে সঙ্গে সঙ্গে দেশের রেমিট্যান্স ১৫ শতাংশ বেড়ে গেল।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, বসুন্ধরা গ্রুপ এ পর্যন্ত ৩০টি শিল্প-কারখানা স্থাপন করেছে। দুটি বিশাল হাউজিং করেছে। আমাদের গ্রুপের একটা বৈশিষ্ট্য বসুন্ধরা গ্রুপ শুধু নিজের জন্য করে না, মানুষের কথা ভেবে করে, মানুষের ও দেশের কল্যাণে করে। বসুন্ধরা গ্রুপে যারাই জমি কিনেছেন তারা আজকে মাল্টি মিলিনিয়ার। বসুন্ধরা গ্রুপের জমি কিনে যারা বিক্রি করেছেন তারাও সুখে-স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহের কারণেই আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে আমাদের যুবারা। বাংলাদেশ আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা বলতে পারি- অনূর্ধ্ব-১৯ নয়, একদিন আমরা মূল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেদিন হয়তো আর বেশি দূরে নয়।

আকবর সোবহান বলেন, আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করছি। শেখ হাসিনা একটা কথা প্রায়ই বলেন, বাংলাদেশের প্রতিটা শিশুকে দেখলে শেখ রাসেলের স্মৃতি ভেসে উঠে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, শেখ কামাল আমার এক বছরের সিনিয়র ছিলেন, আমরা এক সঙ্গে ছাত্রলীগ করতাম তখন। তিনি আজ আমাদের মাঝে নেই। এ দুর্ভাগ্য আমাদের, খেলাধুলায় তার কী যে অবদান ছিল! খেলার প্রতি তার যে ভালোবাসা ছিল আজ তা আমি বাংলাদেশে আর কারো মাঝে দেখিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়