শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় দ্রুতই বাড়ছে করোনার বিস্তার(ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বাইরে হঠাৎই বিস্তার ঘটছে করোনাভাইরাসের। দক্ষিণ কোরিয়ায় শনিবারই নতুন করে ২২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা দেগু শহরে। রাজধানী সিউল আর সবচেয়ে বড় শহর বুসানেও নিশ্চিত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। বিস্তার রোধে সেনাঘাঁটি অবরুদ্ধ রাখাসহ নেয়া হয়েছে নানা ব্যবস্থা। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪৩৩ জন।

চীনা ভূখণ্ডের বাইরে এ সংখ্যা দেড় হাজারের বেশি। ইরান আর ইতালিতে প্রাণ গেছে ৭ জনের। অবরুদ্ধ রাখা হয়েছে ইতালির ১০টি শহর।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার কিম কাং লিপ বলেন, “হঠাৎ করেই কোভিড-19’র সংক্রমণ বেড়েছে। বিষয়টি উদ্বেগের হলেও সংক্রমণ অল্প কিছু এলাকার মধ্যে সীমিত থাকায় মহামারী প্রতিরোধ সম্ভব বলে মনে করছি। বিভিন্ন হাসপাতাল আর গির্জার মতো জনবহুল জায়গা থেকে সংক্রমণ বেশি হয়েছে।”

চীনের প্রতিবেশি দেশগুলোর পাশাপাশি করোনার সংক্রমণ বাড়ছে, মধ্যপ্রাচ্য আর ইউরোপেও। শুক্রবার ইরানে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে করোনায়, ইতালিতে মারা গেছে দু’জ।

হঠাৎ এমন বিস্তারে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের উদ্বেগ, করোনা ঠেকানোর সুযোগ কমে আসছে দ্রুত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “হুবেইতে আক্রান্তের সংখ্যা কমলেও বিস্তার বাড়ছে চীনের বাইরে। চীনে যাননি বা আক্রান্ত কারো সংস্পর্শেও আসেননি, এমন অনেকের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বিষয়টি ভীষণ উদ্বেগের। মহামারী কোন পর্যায়ে তা বলা মুশকিল। যেকোনো সময় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি। কারণ ভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসছে।”

নতুন নতুন জায়গায় ভাইরাস-আতঙ্কের ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। অনেক দেশ ও বিমান সংস্থা চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গেল ক’দিনে প্রায় তিন হাজার কোটি ডলার রাজস্ব কমেছে বিমান খাতের। চীনে গাড়ির বিক্রি কমে গেছে ৯২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়