শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ মাস পর একসঙ্গে মাঠে নামছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন ৯ মাস পর তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহের সাথে মাঠে খেলবেন তিনি। এর আগে ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এ চারজন খেলেছিলেন আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে।

অবশ্য ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। চোটের কারণে ফাইনালে নামা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বর্তমানে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় মাঠে নামতে পারছেন না তিনি।

জিম্বাবুয়ে সিরিজে চার সিনিয়র একসঙ্গে মাঠে নামলেও এটাই হতে পারে শেষ বারের মতো। কারণ এই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টানতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এরপরের সিরিজে ওয়ানডে দলপতির থাকা না থাকা এখনও নিশ্চিত নয়।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। তবে আসন্ন সিরিজে মাঠে নামতে প্রস্তুত ওয়ানডে দলপতি। শনিবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট চলাকালীন দুপুর ১২টায় বিসিবিতে এসেছিলেন মাশরাফি।

এক ঘন্টা ১৫ মিনিট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠক চলে ওয়ানডে দলপতির।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়