শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল দেশে আসেন

মাসুদ আলম: শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্ণেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন, ক্যাসিনোবিরোধী অভিযানের কারণে আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নতুন করে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতেই জিসানের নির্দেশনা ও সহযোগিতায় দেশে এসেছিলেন তার সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহার। শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শাকিল মাজহারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শাকিল চলতি বছরের ১২ জানুয়ারি সিটি নির্বাচনকে সামনে রেখে দুবাই দেশে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগী সেজে ভর্তি হন। সেখানে ভর্তি উদ্দেশ্য ছিল হাসপাতালের কোনো অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। যেখানে গ্রেপ্তার যুবলীগের সাবেক নেতা সম্রাট চিকিৎসাধীন, সেখানে বেশ কয়েকবার ঘোরাফেরা করেন।

গত ২০১৬ সালের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক রাজীব হত্যা মামলায় নাম আসার চারদিন পরে শাকিল চীনে চলে যান। ২০১৮ সালে চীন থেকে দুবাই চলে যান। সেখানেই জিসানের সঙ্গে তার পরিচয় হয় এবং তার পক্ষে লেবার ব্রোকার এর কাজ করতো। জিসানকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া চলমান।

শাকিলের পরিবার জানায়, ১৫ দিন হলো তিনি দেশে ফিরেছেন। হৃদরোগ নিয়ে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে শাকিল ও তাকে দেখাশুনার দায়িত্বে থাকা শাওনকে তুলে নিয়ে যান র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়