শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে রাশিয়াকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বার্নি স্যান্ডার্স

মশিউর অর্ণব: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যেকোনো হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। নিউইয়র্ক টাইমস, স্কাই নিউজ

শুক্রবার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে এক সমাবেশে বার্নি স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে গত মাসে জানিয়েছেন, রাশিয়া তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করার চেষ্টা করেছে। তবে রাশিয়া কীভাবে এবং কোন মাধ্যমে তাকে সহযোগিতার চেষ্টা করেছে, সেটি স্পষ্ট নয়।

রাশিয়ার প্রেসিডেন্টকে ‘স্বৈরাচারী ঠগ’ আখ্যা দিয়ে স্যান্ডার্স আরও বলেন, তিনি কাকে প্রেসিডেন্ট বানাতে চান, আমি তার পরোয়া করি না। ইন্টারনেট প্রচারণাকে কাজে লাগিয়ে তিনি আমাদের দেশে বিভাজন তৈরি করছেন। প্রেসিডেন্ট পুতিনকে আমি বন্ধু বলে ভাবি না। তিনি একজন স্বৈরাচারী, যিনি গণতন্ত্রকে ধ্বংস করতে চান।

ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে স্যান্ডার্স বলেন, আমি বর্তমান প্রেসিডেন্টের মতো না, মার্কিন নির্বাচনে যেকোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের আমি তীব্র বিরোধিতা করি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডার্সের প্রচারণায় রাশিয়ার সহযোগিতার বিষয়ে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন আইনপ্রণেতাদের অবহিত করা হয়েছে।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছে, স্যান্ডার্সের প্রচারণায় রাশিয়ার সহযোগিতা করার বিষয়ে তারা কোনো প্রমাণ পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়