শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় লোকে লোকারণ্য

সমীরণ রায়: অমর একুশে গ্রন্থমেলার শনিবার ছিলো ২১তম দিন। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরের দিন ও ছুটি থাকায় মেলাপ্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিলো না। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমি প্রাঙ্গণ, চারপাশে শুধু মানুষ আর মানুষ। শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ঢাকা মেডিকেল ও দোয়েল চত্বর কানায় কানায় ভরে যায়। ভিড় ঠেলে পছন্দের বই কিনেছেন ক্রেতারা। বেশি বিক্রিতে খুশি প্রকাশকরাও। একই সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচনে ব্যস্ত ছিলেন লেখকরা।

গ্রন্থমেলার মূলমঞ্চে চলছিলো অনুষ্ঠান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলা ছিলো শিশুপ্রহর। বেলা ১১টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় শামসুজ্জামান খান সম্পাদিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করেন মফিদুল হক। আলোচনায় অংশ নেন ড. সোনিয়া নিশাত আমিন, গোলাম কুদ্দুছ এবং মামুন সিদ্দিকী। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, মেলায় এসে ঘুরেছেন। কিনেছেন পছন্দের বই। এবারের মেলার আয়োজন বেশ ভালো। স্টলগুলো দূরে দূরে থাকার কারণে আগের চেয়ে ভালো লেগেছে। ধুলাবালিও কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়