শিরোনাম
◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ আওয়ামী লীগের সব শর্ত মেনেই এমপি হয়েছেন সাকিব: ওবায়দুল কাদের ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩ ◈ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজায় ফিলিস্তিনিরা: জাতিসংঘ ◈ ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় লোকে লোকারণ্য

সমীরণ রায়: অমর একুশে গ্রন্থমেলার শনিবার ছিলো ২১তম দিন। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরের দিন ও ছুটি থাকায় মেলাপ্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিলো না। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমি প্রাঙ্গণ, চারপাশে শুধু মানুষ আর মানুষ। শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ঢাকা মেডিকেল ও দোয়েল চত্বর কানায় কানায় ভরে যায়। ভিড় ঠেলে পছন্দের বই কিনেছেন ক্রেতারা। বেশি বিক্রিতে খুশি প্রকাশকরাও। একই সঙ্গে বইয়ের মোড়ক উন্মোচনে ব্যস্ত ছিলেন লেখকরা।

গ্রন্থমেলার মূলমঞ্চে চলছিলো অনুষ্ঠান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলা ছিলো শিশুপ্রহর। বেলা ১১টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় শামসুজ্জামান খান সম্পাদিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করেন মফিদুল হক। আলোচনায় অংশ নেন ড. সোনিয়া নিশাত আমিন, গোলাম কুদ্দুছ এবং মামুন সিদ্দিকী। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, মেলায় এসে ঘুরেছেন। কিনেছেন পছন্দের বই। এবারের মেলার আয়োজন বেশ ভালো। স্টলগুলো দূরে দূরে থাকার কারণে আগের চেয়ে ভালো লেগেছে। ধুলাবালিও কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়