শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু স্বাস্থ্যের প্রতি আরো গুরুত্ব দিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

আসাদুজ্জামান সম্রাট: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শিশু স্বাস্থ্যের প্রতি অধিক গুরুত্ব আরোপের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‌‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুস্থ মা ও সুস্থ সন্তান না থাকলে দেশের অগ্রগতি সম্ভব হয়না। তাই শিশু স্বাস্থ্যের প্রতি অধিক গুরুত্ব প্রদান করতে হবে।বর্তমান সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। এ অগ্রগতির ধারা অব্যাহত রেখে শিশু স্বাস্থ্য সুরক্ষায় আমাদের আরো এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত শিশু মৃত্যুহার ও মাতৃমৃত্যু হার হ্রাসের এমডিজি লক্ষ্যমাত্রা আমরা নির্দিষ্ট সময়ের আগেই অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন ধরে রেখে শিশু মৃত্যুহার ও মাতৃ মৃত্যুহার আরো কমিয়ে আনতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, শিশুদের সুস্থ-সবল ভাবে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাবার প্রয়োজন। এজন্য মায়েদেরকে পুষ্টি সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিমন্ত্রী এসময় মায়েদের পুষ্টি সম্পর্কে আরও সচেতন করে গড়ে তুলতে এবং শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন মায়েদের পুষ্টিকর খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তারা সন্তানকে পুষ্টিকর খাবার প্রদান করতে পারবে। এজন্য তাদেরকে পুষ্টিকর খাবার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মেহেরপুর হবে উন্নয়নের জনপদ। মেহেরপুরের উন্নয়নের ইতিমধ্যে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এ অঞ্চলের বিভিন্ন রাস্তা চার লেন করা হবে। মেহেরপুর শহরে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক ও চিড়িয়াখানা তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। যারা দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থেকে যুব সমাজকে নষ্ট করছে তাদেরকে কোন ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় তিনি অন্যায়ের সাথে জড়িতদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলক কুমার দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়