শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে ক্যারিবীয়দের বধ করলো লঙ্কানরা

আক্তারুজ্জামান : কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে এক নাটকীয় ওয়ানডে ম্যাচ দেখলো ক্রিকেটবিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ২৯৭ রান ১ উইকেট ও ৫ বল বাকি রেখে টপকে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো লঙ্কাবাহিনী।

জয়ের জন্য শেষ ৩ ওভারে শ্রীলঙ্কার দরকার ১৩ রান। খুব সহজ সমীকরণ হলেও হাতে ছিলো মাত্র ২টি উইকেট। এর মধ্যে প্রথম ৪৮তম ওভারে মাত্র ৩ রান নিলে ১২ বলে দরকার হয় ১০ রান। সেখান থেকে আবার নাটকীয়তা শুরু। ৪৯তম ওভারের পঞ্চম বলে হাসারাঙ্গা চার মারলে স্কোর সমান হয়। শেষ ওভারে ১রানের দরকার থাকলেও প্রথম বলেই সান্দাকান আউট হলে টাই হওয়ার সম্ভাবনা জোরালো হয়। কিন্তু পরের ডেলিভারিটি নো হয় কেমো পলের। তাই জিততে আর বেগ পেতে হয়নি করুনারত্নেদের।

এর আগে শাই হোপের শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রান তোলে ক্যারিবিয়ান দলটি। দলের হয়ে সুনীল আমব্রিস (৩), নিকোলাস পুরান (১১) ও কিয়েরন পোলার্ডরা (৯) ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন ড্যারেন ব্রাভো (৩৯), রস্টোন চেজ (৪১) ও কেমো পলরা (৩২)। অষ্টম উইকেট জুটিতে মাত্র ২০ বলে ৪৯ রান করেন কেমো পল ও হেইডেন ওয়ালস। শ্রীলঙ্কার হয়ে উদানা ৩টি ও প্রদীপ ও থিসারা একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও আভিস্কা ফার্নান্দো দুজনই ফিফটি তুলে নেন। কুশল পেরেরা ৪২ রান করার পর ব্যর্থ হন ধনঞ্জয়া ডি সিলভা (১৮) ও অ্যাঞ্জেলা ম্যাথুস (৫)। কিন্তু থিসারা পেরেরার ২২ বলে ৩২ রানের ঝড়ের পর ওয়ারিন্দু হাসারাঙ্গার অনবদ্য ৪২ রানে জয় নিশ্চিত হয় লঙ্কাবাহিনীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়