শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল এ্যাকাউন্ট কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে ওয়েলস ফার্গোকে ৩ বিলিয়ন ডলার জরিমানা

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের বহুজাতিক আর্থিক সেবা কোম্পানি ওয়েলস ফার্গো কয়েক মিলিয়ন ভুয়া এ্যাকাউন্ট করে ৪ বছর ধরে জালিয়াতি করে আসছিল। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও বিচার বিভাগ এধরনের কেলেঙ্কারির জন্যে কোম্পানিটিকে এ জরিমানা করে। সিএনএন
বাজার বিশ্লেষকরা বলছেন এধরনের অর্থকেলেঙ্কারী যুক্তরাষ্ট্রের বড় ও শক্তিশালী ব্যাংকগুলোতে যে জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে তার বেশ কিছুটা আভাস পাওয়া গেছে।

ওয়েলস ফার্গো ব্যাংকের তথ্য, গ্রাহকের ক্রেডিট রেটিংস ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের কথা স্বীকার করেছে। এছাড়া ফি ও সুদ হিসেবে তারা গ্রাহকের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করেছে।

নর্থ ক্যারোলিনার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের এ্যাটর্নি জেনারেল এ্যান্ড্রু মুরে বলেছেন ওয়েলস ফার্গোর বিরুদ্ধে জরিমানার এ আদেশ স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান আইনের উর্ধ্বে কিংবা জবাবদিহিতার বাইরে নয়।

ওয়েলস ফার্গোর সিইও চার্লি স্কার্ফ বলেছেন তার প্রতিষ্ঠানে এধরনের জালিয়াতি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সুনামের বিরুদ্ধে নিন্দনীয় ও সম্পূর্ণ বেমানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়