শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঈমের ঘূর্ণি জাদুর আগে আরভিনের শতকে প্রথমদিনটি জিম্বাবুয়ের

আক্তারুজ্জামান : জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথমদিন শেষে একটু পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। যদিও স্পিনার নাঈম হাসান দ্বিতীয় সেশন থেকে জ্বলে ওঠায় ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ক্রেইগ আরভিনের শতকে ভর করে দিনশেষে ২২৮ রানের পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিতে একটুও দেরি করেননি ক্রেইগ আরভিন। আর সিদ্ধান্তকে শুরুতে স্বাগত জানাতে পারেননি ওপেনার কেভিন কাসুজা। দলীয় ৭ এবং ব্যক্তিগত ২ রানে রাহীর বলে সাজঘরে ফিরে যান কাসুজা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ক্রেইগ আরভিন ও প্রিন্স মাসভেউরা মিলে ১১১ রানের জুটি গড়েন।

এ পর্যন্ত কোনো বোলারই এ দুজনকে পরাস্ত করতে পারছিলেন না বাংলাদেশি বোলাররা। স্পিনার নাঈম হাসানের ঘূর্ণি যখন কাজে লাগা শুরু হলো একাধারে ৩টি উইকেট তুলে নেন। ৬৪ রানে মাসভাউরেকে ফেরানোর পর টেইলকেও দ্রুত ফেরান। পরে সিকান্দার রাজাকেও ঝুলিতে পুরে নেন এ তরুণ তুর্কি।

কিন্তা আরভিনকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব হচ্ছিলো না। এবাদত, রাহী, তাইজুল ও নাঈম বারবার নিজেদের স্পেলে পুরো সামর্থ দিয়ে চেষ্টা করছিলেন। কিন্তু শেষমেষ নাঈমের স্পিন ঘূর্ণিতেই দিনের শেষ সময়ে বোল্ড হন। ফেরার আগে ২২৭ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বাকিদের মধ্যে আর কেউই তেমন রান পাননি।

টেইলর ১০, সিকান্দার রাজা ১৮ ও মারুমা ৭ রান করেন। টাইগারদের হয়ে নাঈম ৪টি এবং রাহী দুটি উইকেট নেন। রেজিস চাকাবভা (৯) ও ডোনাল্ড ত্রিপানো (০) আগামীকাল দ্বিতীয়দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়