শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ছে জিম্বাবুয়ে

আক্তারুজ্জামান : নিজেদের হারানো ছন্দ ফিরে পেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে ম্যাচটি। ইতিমধ্যে টস জিতে ব্যাটিং করছে সফরকারী জিম্বাবুয়ে। বোলিংয়ে দুর্দান্ত জবাব দিচ্ছেন বাংলাদেশি বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৬৭ রান তুলেছে জিম্বাবুয়ে। মাসভাউরে ৩৮ ও আরভিন ২ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সফলতা পেয়েছেন আবু জায়েদ রাহী। দলীয় ৭ রানে কাসুজাকে (২) সাজঘরে ফেরান রাহী।

ক্রমাগত হারের ধকল থেকে বের হতে আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত ও পাকিস্তান সফরের ব্যর্থতা কাটিয়ে উঠতে আজ আবার মাঠে নেমেছে টাইগাররা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়।

ম্যাচ শুরুর আগে ভাগ্য নির্ধারণী পরীক্ষা অর্থাৎ টস জিতেছেন সফরকারী দলের সেনাপতি ক্রেইগ আরভিন। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন।

জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। দুই পেসার নিয়ে তৈরি হয়েছে আজকের একাদশ। ফিরেছেন মুশফিক।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও নাঈম হাসান।

জিম্বাবুয়ে একাদশ : প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি ও চার্লটন তাসুমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়