সালেহ্ বিপ্লব : গোটা দুনিয়াই জানে, ট্রাম্প কখন যে কী বলে বসেন, তা আঁচ করা কঠিন। যেমন কদিন আগেই তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কোনও আলোচনা হবে না। কিন্তু ভারত সফরের তিনদিন আগে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ কলোরাডোর 'কিপ আমেরিকা গ্রেট' পদযাত্রায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, "আগামী সপ্তাহের আমি ভারত যাচ্ছি। আমরা বাণিজ্য প্রসার নিয়ে কথা বলবো। অনেক বছর ধরে ওরা আমাদের ভালো ব্যবসা দিচ্ছে।" নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি
আগামী ২৪ ফেব্রুয়ারি দু'দিনের সফরে ভারত যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কলোরাডোর জমায়েতে ট্রাম্প এই সফরের কথা উল্লেখ করে বলেছেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব পছন্দ করি। তবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আমরা খুব কম কথা বলেছি। ওরা আমাদের রপ্তানি মূল্য খুব চড়া হারে দেয়। বিশ্বের মধ্যে ভারতই এত চড়া রপ্তানিমূল্য দেয়।"
এনডিটিভি বলছে, ট্রাম্পের এই প্রস্তাবিত ভারত সফরের আগে একটা সম্ভাবনা জেগেছিল ইন্দো-মার্কিন বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিকে ঘিরে। কিন্তু খোদ মার্কিন প্রেসিডেন্ট সেই সম্ভাবনায় জল ঢেলেছেন। তিনি বলেছেন, দুই রাষ্ট্রের মধ্যে সম্ভাবনাময় বাণিজ্য চুক্তি হতে পারে। কিন্তু সেই ব্যাপারে কথা তখনই এগোবে, যদি প্রস্তাব ভালো আসে।