শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাই বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া ব্রিটিশ এমপি ভারত বিরোধী প্রচারণা চালিয়েছিলো, দাবি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সাইফুর রহমান : বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করে। বিট্রিশ বিরোধী দলীয় লেবার পার্টি এমপি ও কাশ্মীর বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি কমিটির প্রধান দেবী আব্রাহামস দাবি করেন, বৈধ ভিসা থাকা সত্তে¡ও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই তার ভিসা বাতিল করেছে ভারত। ইয়ন, ইন্ডিয়া টুডে
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, গত সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে দেখা যায়, ভারতে প্রবেশের জন্য তার বৈধ ভিসাই নেই। তবে তাকে যথেষ্ট সম্মানের সহিত ফেরৎ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা দেখেছি তার মতামত এবং বক্তব্য বরাবরই ভারত বিরোধী। ভারতের বিরুদ্ধে জোরালো প্রচারণা চালিয়ে তিনি পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছেন।

ওই মুখপাত্র আরও বলেন, আব্রাহামসের দাবি মতো তিনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু তার ভিসা বৈধ হলেও তা ছিলো ব্যবসায়িক উদ্দেশ্যে নেয়া ই-ভিসা। আমরা যদি ধরেও নেই যে তার বৈধ ভিসা রয়েছে, তবে তা একমাত্র ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্যই ইস্যু করা হয়েছে। যা শুধুমাত্র ভ্রমণ এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে সাক্ষাতের মতো প্রাথমিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তাছাড়া, ভারত বিরোধী কার্যকলাপেরে জন্য তার এ বছরের ৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ থাকা ই-ভিসাও ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর বিভিন্ন বক্তৃতায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেছিলেন দেবী আব্রাহামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়