শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

আমাদের সময় : সিঙ্গাপুরে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার তাকে ১৪ দিনের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়ায় ভুগছিলেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশির অবস্থা সম্পর্কে তার পরিবারকে জানানো হয়েছে। তিনি সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্ত ৪২তম ব্যক্তি। এক নিয়মিত বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই বাংলাদেশির শরীরে গত ১ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ রোগের লক্ষণ প্রকাশ পায়। দুদিন পরে তিনি জেনারেল প্র্যাকটিশনার ক্লিনিকে চিকিৎসা নেন। ৭ ফেব্রুয়ারি তিনি যান চাঙ্গি জেনারেল হাসপাতালে (সিজিএইচ)। একই দিন তিনি ফলোআপের জন্য যান বেদোক পলিক্লিনিকে। পরে তাকে সিজিএইচে আইসিইউতে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার পর ৮ ফেব্রুয়ারি তার শরীরে কোভিড ১৯-এর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে দ্য ন্যাশনাল সেন্টার অব ইনফেকশাস ডিজিসেসে (এনসিআইডি) স্থানান্তর করা হয়।

শ্রমিকের কাজ করা ওই ব্যক্তি সিঙ্গাপুরের কাকি বুকিত রোডের দ্য লিও ডরমিটরিতে থাকতেন। আক্রান্ত হওয়ার আগে তিনি মোস্তফা সেন্টার নামে একটি মলে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি ছাড়া আরও ৪ বাংলাদেশি সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তাদের চিকিৎসাব্যয় বহন করছে সিঙ্গাপুর সরকার।

এদিকে চীনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২২৩৩-এ দাঁড়িয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৫ জন। এদিন নতুন করে ৪১১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৮৭-এ। চীনের বাইরে এদিন ইরানে কোভিড-১৯ আক্রান্ত আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে ইরানে কোভিড-১৯ রোগে চারজন মারা গেল। দেশটিতে এখন পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ তে। এ ছাড়া চীনের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায়ও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ২০৮ জন আক্রান্ত ও একজন মারা গেছেন। এ পরিপ্রেক্ষিতে দায়েগু ও চেংদো নামের দুটি শহরকে ‘স্পেশাল কেয়ার জোন’ ঘোষণা করেছে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়