শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ বছর পর আবারও টিভি ক্যামেরার সামনে নিশা

ইমরুল শাহেদ : পারিবারিক কারণে দীর্ঘ তিন বছর টিভি ক্যামেরা থেকে দূরে থাকলেও সম্প্রতি আবারও ক্যামেরার সামনে ফিরে এসেছেন মডেল ও অভিনেত্রী নিশা মাহমুদা। ফিরে আসার পরপরই তার হাতে চলে এসেছে পাঁচটি নাটক।

এসব নাটকের সবগুলো গৎবাধা ধারার নয়। নিশা বলেন, ‘গৎবাধা চরিত্রে কাজ করে মজা পাওয়া যায় না। এখন থেকে আমি শিল্পশোভন ব্যতিক্রমী ধারার চরিত্রগুলোতেও কাজ করব।’ তার হাতে থাকা নাটকগুলোর মধ্যে রয়েছে প্লে গার্ল, ইগো ভার্সেস লাভ, আরটিভি ক্রাইম ফিকশন - সময়ের গল্প, জিরো এবং আনসিন স্টোরি। এসব নাটকে তিনি অবসরহীন শিডিউলে কাজ করছেন বলা যায়।

তার কাছে অভিনয় নিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে ওঠার কারণ জানতে চাইলে হাসতে হাসতে নিশা বলেন, ‘তেমন কিছু না। নরমালি আমি তো কাউকে বলিনা আমাকে কাজ দেন, আমার লজ্জা লাগে। কেউ কাজের জন্য নক দিলে কাজ করি। এবার ব্যাক করার পর লাকিলি এই মাসেই এত্তগুলা অফার আসলো, তাই করা।’

তিনি বলেছেন, এখন থেকে তিনি নিয়মিতই কাজ করবেন। নিশা অভিনীত এই পাঁচটি নাটকের মধ্যে আনসিন স্টোরি নিয়ে তিনি বেশ উচ্ছসিত। কারণ উল্লেখ করে বলেন, ‘এই নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। যে জীবন আমি আগে দেখিনি, সেই জীবন থেকে নেওয়া দারিদ্র্যপীড়িত সংসারের একজন গর্ভবতী নারী হয়ে বাস্তবতার মোকাবেলা করা একটি চরিত্র। এমন একটি জটিল চরিত্রের জন্য পরিচালক আমার ওপর ভরসা করেছেন, এটাও অভিনেত্রী হিসেবে আমার একটা প্রাপ্তি। এজন্য নাটকটি আমার জন্য স্পেশালও।’

এই নাটকটি পরিচালনা করছেন রূপক বিন রউফ। নিশাকে নিয়ে এই পরিচালক প্লে গার্ল নাটকটিও নির্মাণ করছেন। আনসিন স্টোরি নাটকে নিশার বিপরীতে নায়ক রয়েছেন রাশেদ মামুন অপু।

পরিচালক রূপক বিন রউফের অপর নাটক প্লে গার্ল নিয়ে গণমাধ্যমকে নিশা বলেছেন, প্রেমিকার মন জয় করতে কত কিনা করতে হয় প্রেমিককে। রোদ, বৃষ্টি, ঝড় - যে পরিস্থিতিই হোক না কেন ভালোবাসার মানুষের ডাকে সবসময় সাড়া দিতে হয় শত কষ্টের মাঝেও। এভাবে এগিয়ে যাচ্ছে তার প্রতিটি নাটক। তার অভিনীত এ পর্যন্ত ২০টি নাটক ক্যামেরাবন্দী হয়েছে। সম্পাদনা : সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়