শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক ও মানবপাচারকারী নিহত

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে
মোজাহের(২৮)নামে এক মাদক ও মানবপাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। নিহত মোজাহের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে।আহত তিন পুলিশ সদস্যরা হলেন,উপ পরিদর্শক ইফতেখারুল ইসলাম, কনস্টেবল সিকান্দর ও মাহফুজ।

শুক্রবার ভোররাতে উপজেলার হারিয়াখালী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।পুলিশের দাবী, নিহত মোজাহের দীর্ঘদিন ধরে মাদক ও মানবপাচারে জড়িত ছিল।একই এলাকার মঞ্জুর নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছিলো।সে ঐ হত্যা মামলার প্রধান পলাতক আসামি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রদীপ কুমার দাশ বলেন,শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় পুলিশের একটি টিম মাদক ও মানবপাচার বিরোধী অভিযানে গেলে এসময় মাদক ও মানব পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর এলোপাতাড়ী গুলি ছুড়ে।এতে পুলিশের তিন সদস্য আহত হন।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ও মানবপাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।

পরিস্থিতি শান্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ৫হাজার ইয়াবা,একটি এলজি, ৫রাউন্ড তাজা কার্তুজ ও ৬রাউন্ড গুলির খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় মোজাহেরকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, এখনো যারা মাদক ও মানবপাচারে জড়িত সেই সমস্ত অপরাধীদের নির্মুল করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়