শিরোনাম

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জেরিন আহমেদ : দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

স্বপন দেব: মৌলভীবাজারের বড়লেখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানোনো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদে শ্রদ্ধা জানাতে জড়ো হন নানা শ্রেনী-পেশার মানুষ। শুক্রবার ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই প্রথমে শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি।

তন্ময় আলমগীর: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে 'আলোকিত করিমগঞ্জ'। শুক্রবার ভোরে করিমগঞ্জ মহাবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মানবতার জন্য নিবেদিত প্রাণ এই সংগঠনটি। এ সময় সবাই গাইতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানটি।

আল-আমিন : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবর্স্তরের হাজার হাজার মানুষ। জেলা প্রশাসক শরীয়তপুর কাজী আবু তাহের, জেলা পুলিশ সুপার এস এম আসরাফুজ্জামন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা শিকদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কুমার দে, উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপুদা, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, পুষ্পার্ঘ অর্পণ করেন।

শরীফা খাতুন: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। আজ শুক্রবার দিবসের প্রথম প্রহর থেকে মহানগরীর শহীদ হাদিস পার্কে শহিদ মিনারের বেদীতে অকুতোভয় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

রামু প্রতিনিধি: বর্ণমালা হাতে হাজারো শিক্ষার্থীর সমবেত কন্ঠে পরিবেশিত হলো অমর একুশের সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। মুজিববর্ষ, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ আয়োজন করে রামু উপজেলা প্রশাসন।

মঈনউদ্দিন: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহীতে পালন করা হচ্ছে অমর একুশে। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানাচ্ছেন সবাই। এটি যেন আজ সবার প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

রাজু চৌধুরী: একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে হাজারো মানুষের ভীড় চট্টগ্রাম শহীদ মিনার চত্বর ও তার চারপাশে , হচ্ছিল থেমে থেমে স্লোগান। এসআই হুমায়ুনের নেতৃত্বে সশস্ত্র অভিবাদন জানান সিএমপির একটি চৌকস দল। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এরপর ফুল দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও কাউন্সিলররা। একই সময় তিনি নগর আওয়ামী লীগের পক্ষেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়