নিউজ ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগণিত মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাইজিং বিডি
প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় অমর একুশে ফেব্রুয়ারি। প্রভাত ফেরিতে শিশু-যুবা আর বৃদ্ধদের ফুল দিয়ে শহীদদের স্মরণ চলছে, চলবে দিনভর।
একুশের চেতনাকে ধারণ করতে আলপনা এখন আর দেয়াল, মেঝে বা রাস্তায় সীমাবদ্ধ নেই। এখন আলপনা উঠে এসেছে মানুষের দেহেও। মুখে, হাতে আলপনা এঁকে, ‘অমর ২১শে ফেব্রুয়ারি’ লিখে ঘুরে বেড়ান অনেকে। শুধু নিজেরাই নন, সন্তানদের মুখে-হাতেও আলপনা আঁকিয়ে নেন অনেকে।
২১ ফেব্রুয়ারি সকাল থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণী ও গৃহবধূদের মুখে আলপনা এঁকে ঘুরে বেড়াতে দেখা গেছে। রঙ-তুলি হাতে পথের মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে আঁকিয়ে তরুণ-তরুণীরা অপেক্ষায় রয়েছেন।
আগ্রহীদের দেহে আলপনা এঁকে দেয়ার জন্য প্রস্তুত তারা। ২০/৩০ টাকার মধ্যেই সীমাবদ্ধ। আবার কেউ কেউ শিশুদের মুখে ফ্রিতেই এঁকে দেন আলপনা।
আলপনা শিল্পী মুজাহিদ বলেন, ‘আমরা বিভিন্ন দিবসে মানুষের হাতে-মুখে আলপনা আঁকি। তবে ভাষা আন্দোলনে চিত্র আঁকতে গেলে নিজেকে খুব গর্বিত মনে হয়। শ্রদ্ধা সেসব মহান শহীদদের প্রতি। যাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলা ভাষায় কথা বলছি।
আমরা এ আলপনা আঁকার মধ্য দিয়ে কিছু অর্থও উপার্জন করছি। যাদের হাতে, মুখে এ আলপনা আঁকি, তারা খুশি মতো কিছু টাকা দেয়। তারাও খুশি থাকে, আমরাও খুশি থাকি।’
আলপনা শিল্পী মামুন বলেন, ‘আলপনা আঁকার মধ্য দিয়ে আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের প্রাণের ভাষা বাংলা।’
তারা বলেন, ‘সত্যি বলতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আমাদের হৃদয় থেকে। চিত্রের মাধ্যমে সেটি কখনো পূরণ করা যায় না। তবুও ভাষার মাস, একুশের মাস। তাই ভালবেসে মুখে শহীদ মিনারের চিত্র আঁকিয়েছি।’