শিরোনাম
◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

আক্তারুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের বড়বালিয়া শিমুলতলী গ্রামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিজ ঘর থেকে গৃহবধু নুর নেহার (১৮) এর হাত পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মোলানী পাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলীর দ্বিতীয় মেয়ে নুর নেহার (১৮) এর সাথে পাশের ইউনিয়ন বড় বালিয়া শিমুলতলী গ্রামের বাসিন্দা দুলাল এর ছেলে রাজু ইসলাম বিশু (২২) এর সাথে ৩ বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ীর সদস্যদের সাথে ঝগড়া লাগতো গৃহবধু নুর নেহারের। গত মঙ্গলবার সন্ধ্যা ৯ টায় নিজ ঘরে পা বাধা অবস্থায় নুর নেহার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর রাজু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, গৃহবধূ নুর নেহারের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়