শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে সিরিজের দুঃখ ভুলতে নিউজিল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ কোহলির

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেললেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিলো বিরাট কোহলিরা। এবার টেস্ট সিরিজের লড়াই শুরু হচ্ছে। রাত পোহালেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড ও ভারত। শুক্রবার ওয়েলিংটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামছে দুই দল।

নিউজিল্যান্ডের মাটিতে বিরাট কোহলিদের  সামনে এখন ওয়ানডে সিরিজের হার থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অল-উইন রেকর্ডও ধরে রাখার লক্ষ্য। সেই লক্ষ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের লড়াই করতে হবে বাসিন রিজার্ভের হাওয়ার সঙ্গেও। তার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের পেস আক্রমণও।

দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। যদিও হয়তো প্রথম টেস্টে খেলবেন না নীল ওয়াগনার। তাঁর প্রথম সন্তান জ‌ন্মের অপেক্ষায় রয়েছেন তিনি। রোহিত শর্মা ছাড়া পুরো শক্তিশালী দলকেই পাচ্ছে ভারত।

রোহিত শর্মার অবর্তমানে টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন পৃথ্বী শ। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে। তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি।

পৃথ্বী শেষ ভারতের হয়ে খেলেছিলেন২০১৮-র অক্টোবরে। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেক হয়েছে পৃথ্বীর। সেখানেও মায়াঙ্কের সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল পৃথ্বীকে। খুব নজরকাড়া কিছু করতে না পারলেও সই জুটিকেই হয়তো টেস্ট সিরিজে ওপেন করতে দেখা যাবে।

যদিও পৃথ্বীর প্রতিযোগিতা রয়েছে শুবমান গিলের সঙ্গে। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দুরন্ত ব্যাট করেই ভারতীয় সিনিয়র দলে ঢুকে পড়েছেন শুবমান গিল। সেখানে তিনি একটি সেঞ্চুরি ও একটি ডবল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু কোহলি ইঙ্গিত দিয়েই রেখেছেন পৃথ্বী খেলবেন।

ইশান্ত শর্মাও ফিট হয়ে ফিরেছেন দলে। গোড়ালির চোটের জন্য তাঁর ফেরা নিয়ে সংশয় থাকলেও বিরাট জানিয়ে দিয়েছেন, তিনি নেটে ভালই বল করেছেন। যাতে ভারতের বোলিং আক্রমণ আরও বেশি শক্তিশালী হবে। এ ছাড়া দলে যখন রয়েছেন জসপ্রিত বুমরা, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন তখন ভারতের বোলিং প্রতিপক্ষকে চাপে রাখবে।

অন্যদিকে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের হয়ে বল হাতে শুরু করবেন এটাও নিশ্চিত। নীল ওয়াগনারের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁর কভার হিসেবে ম্যাট হেনরিকে ডাকা হলেওতাঁর খেলার সম্ভাবনা নেই। খেলতে পারেন কেইল জ্যামিসন। স্পিনারদের তালিকায় ডেকে নেয়া হয়েছে আজাজ প্যাটেল।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্র্যান্ডহোম, কেইল জ্যামিসন, টম লাথাম (সহ-অধিনায়ক), ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নীল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেট কিপার), ম্যাট হেনরি।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, টেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা।সূত্র : এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়