শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরীর দুই যাত্রীর মৃত্যু, কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই কমেছে

শাহনাজ বেগম : চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটিতে কোভিড-১৯ এ বুধবার মারা গেছেন ১১৪ জন, এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২৮ জন। যা আগের দিনের চেয়ে ২২ জন কম। আবার ভাইরাসটিতে চীনে নতুন করে ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বিশ্বের ২৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৬০০ জনে। রয়টাসর্, বিবিসি, সিএনএন

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডের ভাইরাসে আক্রান্ত অশীতিপর এক নারী ও এক পুরুষ যাত্রী হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার ক্রুজের এক বিবৃতিতে জানিয়েছে তারা দুজনেই জাপানের নাগরিক। নিহতদের পরিবার বন্ধু ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছে ওই বিবৃতিতে। জাহাজটি গত ৩ ফেব্রুয়ারি বন্দরে নোঙ্গরের পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলো। সেখানে ৩ হাজার ৭০০ আরোহীর মধ্যে এ পর্যন্ত অন্তত ৬২১ জনের শরীরে ভাইরাস ধরা পড়েছে। এছাড়াও ওই প্রমোদতরীর দুই মার্কিন দম্পতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে জাপানের একটি হাসপাতালে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কেসিডিসি) জানিয়েছে দেশটিতে নতুন করে ২২ জন এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হলে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়