শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় কলেজ মাঠ দখল করে বাণিজ্য মেলা!পাঠদান ব্যাহত

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সরকারি কলেজ মাঠ দখল করে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলছে। বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি’র নাম দিয়ে প্রভাবশালী একটি চক্র এই মেলার আয়োজন করেছে। কলেজ মাঠে মেলার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। যার কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১০ ফ্রেব্রুয়ারি বড়লেখা সরকারি কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য শুরু হয়। মেলার জন্য মাঠজুড়ে খোঁড়াখুঁড়ি,ইট ও টিন দিয়ে স্টল নির্মাণ করা হয়েছে। টিনের বেড়া দিয়ে পুরো মেলার সীমানা ঘেরা হয়েছে। এতে কলেজের মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে কলেজের পরিবেশ। পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

কয়েকজন শিক্ষার্থীরা জানায়, মেলার কারণে ঠিকমতো ক্লাসে পাঠদান হচ্ছে না। সামনে তাদের অনেকের পরীক্ষা রয়েছে। এতে তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। নাম প্রকাশের অনিচ্ছুক শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠে কলেজ কর্তৃপক্ষ কিভাবে মেলার অনুমতি দেয়। এখানে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। মাঠে খেলবে। সেটা তাদের বোঝা উচিত ছিলো। তারা কলেজ থেকে মেলা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।

এব্যাপারে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক এম.এ মঈন খান বাবলু বলেন, আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মেলার আয়োজন করেছি। এব্যাপারে বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চক্রবর্তী বুধবার রাত সাড়ে নয়টায় বলেন,মেলার আয়োজকরা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মেলার আয়োজন করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে মেলা করার নিয়ম আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,তারা (আয়োজকরা) আমাদের কাছে লিখিত আবেদন করেছিল। কিছু শর্তে তাদের কলেজ কর্তৃপক্ষ মাঠে মেলার অনুমতি দিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়