শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চূড়িহাট্টায় আগুন এক বছরেও ক্ষতিপূরণ পায়নি হতাহত ও ক্ষতিগ্রস্তদের পরিবার

সুজন কৈরী : পুরান ঢাকার চূড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, পরিবারগুলো এখনো কষ্টে দিনযাপন করছে। গত এক বছরে সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীদের পরিবারগুলো কোনো সহযোগিতা পায়নি।

মর্মান্তিক সেই দুর্ঘটনার এক বছর উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনগুলোর ব্যানারে ওয়াহিদ ম্যানশনের সামনে আয়োজন করা হয় দোয়া প্রার্থনার। সেইসঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাচ ধারণসহ গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাফেজ হারুন বলেন, চূড়িহাট্টা অগ্নিকাণ্ডের একবছর হয়ে গেলো। ঘটনার পর সরকারি-বেসরকারি কত সংস্থা এখানে এসেছে। তারা বিভিন্ন সময় আশ্বাস দিলেও কিছুই হয়নি। এখনো আগ্নিকাণ্ডের দায়ীদের আইনের আওতায় আনা হয় নি।

তিনি বলেন, একবছর পর আমরা এই ওয়াহিদ ম্যানশনের সামনে দাঁড়িয়েছি, কথা বলছি। এর আগেও দাঁড়িয়েছিলাম, কিন্তু নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সুযোগ-সুবিধা পায়নি। নিহত অনেকের স্বজনরা এখনো চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। সরকারের কাছে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য-সহযোগিতার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

ওয়াহিদ ম্যানশনের সামনে একটি টেবিলে গণস্বাক্ষরের ব্যবস্থা করা হয়। সেখানে এলাকাবাসী ও পথচারীরা গণস্বাক্ষর করছেন। সেইসঙ্গে তাদের একটি করে কালো ব্যাচ পড়িয়ে দেয়া হচ্ছে।

গণস্বাক্ষরে জনমানুষের কয়েকটি দাবি উঠে এসেছে। কেউ লিখেছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি, দোষীদের শনাক্তের দাবি। আবার কেউবা লিখেছেন, পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন চাই না।

কেমিক্যাল গোডাউনের সেই ওয়াহেদ ম্যানসন ভবনটিতে এখন আর কেউ থাকে না। কিছু রাখাও হয় না। অগ্নিকান্ডের পর ওয়াহেদ ম্যানশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও নিচতলার মার্কেটের দোকানগুলোতে গত কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। পোড়া ইট সরিয়ে নতুন ইটের গাঁথুনি দেয়া হয়েছে।

গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ৬৪, নন্দকুমার দত্ত রোডের ওয়াহেদ ম্যানসনের দোতালার কেমিকেল গোডাউনের বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭০ জন নিহত ও ২০ জন আহত হন। অগ্নিকান্ডের ঘটনায় নিহত জুম্মনের ছেলে আসিফ বাদি হয়ে ঘটনার দুই দিন পর চকবাজার থানায় মামলা করেন। মামলায় মৃত হাজী ওয়াহেদের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।

অগ্নিকান্ডের উৎস স্থল সেই কেমিক্যাল গোডাউনের মালিককে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি। পুলিশ বলছে, গোডাউনটির মালিক জনৈক ইমতিয়াজ আহমেদ। কিন্তু নাম ছাড়া তেমন কোন তথ্য সংগ্রহ করতে পারেনি। ওয়াহেদ ম্যানসনের দোতালায় বিস্ফোরিত হওয়া কেমিক্যাল গোডাউনে পড়ে থাকা বডিস্প্রের ক্যানে লেখা ছিল ‘পার্ল ট্রেড ইন্টারন্যাশনাল’। এই পার্ল ট্রেড ইন্টারন্যাশনাল ভারত, দুবাই, তুরস্ক, ফ্রান্স ও জার্মানী থেকে পারফিউম ও বডি স্প্রে আমদানি করে। ঠিকানা ছিলো ৬৪ নন্দ কুমার দত্ত রোড়, চকবাজার। এটিই মূলত ওয়াহেদ ম্যানশন। হাতিরপুলে একটি ভবনে পার্ল ট্রেড ইন্টারন্যাশনালের অফিস ছিল। অগ্নিকান্ডের পর ওই অফিসের সাইনবোর্ড, অফিসের কাগজপত্র ও মালামাল নিয়ে উধাও হয়ে যায়। পার্ল ট্রেড ইন্টারন্যাশনালের আমদানি করা প্রসাধনীতে মিলেছে বিএসটিআইয়ের অনুমোদিত স্টিকার। পুলিশ বিএসটিআইয়ে খোঁজ নিয়ে জানতে পারে, সেখানকার আবেদনপত্রে ঠিকানা দেয়া আছে, ৬৬ মৌলভীবাজার, চকবাজার, ঢাকা। কিন্তু এই ঠিকানায় পুলিশ পার্ল ট্রেড ইন্টারন্যাশনাল নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি। পুলিশ বলছে, ইমতিয়াজ আহমেদ পার্ল ট্রেডের পরিচালক। এর মালিকের নাম খুব সম্ভবত আবুল কাশেম। গত এক বছর ধরে পুলিশের খাতায় ইমতিয়াজ ও আবুল কাশেম পলাতক রয়েছেন। জাতীয় পরিচয় পত্রের সার্ভার থেকে তাদের নাম-পরিচয় পুলিশ বের করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন বলেন, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জন মৃত ব্যক্তির ময়নাতদন্ত শেষ করতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। তাই আমি প্রতিবেদনও পাইনি। এ ছাড়া আরো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেলেও তাদের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হাজী ওয়াহেদ ম্যানসনের মালিকের দুই ছেলে হাসান ও সোহেলকে গ্রেফতার করা হয়েছিল। তারা আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। তবে মামলার অপর আসামীদের কোনো ঠিকানা পাওয়া যায়নি।

নিহতের ময়নাতদন্ত শেষ না হওয়া প্রসঙ্গে ঢামেক হাসপাতারের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ওই আগুনের ঘটনায় নিহতের মধ্যে ৭/৮টি মৃতদেহের ময়নাতদন্ত শেষ করেছি। বাকীগুলোর পর্যায়ক্রমে করা হচ্ছে। শেষ হতে কিছুটা সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়