শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার হতাশা কাটিয়ে ওয়েস্টহ্যামকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই বছর নিষেধাজ্ঞা পাওয়ার হতাশা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২৬তম দিনের শেষ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারালো ম্যানচেস্টার সিটি। একটি করে গোল করেন রোদ্রি ও কেভিন ডি ব্রুইনা।

ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রাখে ম্যানসিটি। একের পর এক আক্রমণে টালমাটাল করে দিচ্ছিল ওয়েস্টহ্যামের রক্ষণভাগ। পুরো ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে ছিল গার্দিওলা শিষ্যরা। কিন্তু আক্রমণ হিসেবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিলো স্বাগতিকদের। ৩০ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন রদ্রি হার্নান্দেজ। কেভিন ডি ব্রুইনার এসিস্টে বলকে জালের ঠিকানা খুঁজে দেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন খোদ কেভিন ডি ব্রুইনা। বার্নান্দো সিলভার বাড়ানো পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ম্যাচের বাকি সময় বেশ কিছু আক্রমণের দেখা মিললেও মেলেনি আর গোলের দেখা। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

২৬ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ম্যান সিটি। ৪ পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে লেস্টার সিটি। ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে বলতে গেলে সবার ধরাছোঁয়ার বাইরে থেকে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়