শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কৌশলে মালয়েশিয়া ইমিগ্রেশন, দেড় মাসে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ হাজার

শেখ সেকেন্দার, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। বিগত দিনে অভিযানের কৌশল বদলে নতুন বছরে শুরু হয় ভিন্ন ভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়া ইমিগ্ৰেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ সাংবাদিকদের বলেন, ১ লা জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া জুড়ে পরিচালিত অবৈধ অভিবাসী বিরোধী সিমিত অভিযান চালিয়ে আটক করা হয় বিভিন্ন দেশের ২৮ হাজার ৯শত ৯৪ জনকে। দেশ জুড়ে পরিচালিত অভিযান ছিলো ২ হাজার ২শত ৯২ টি।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশিসহ গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দেশের ৭ হাজার ৭শত ৬০ জন। তবে দেড় মাসে কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন অভিবাসন বিভাগ থেকে জানানো হয়নি।

তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে আমাদের অভিযান পরিচালনা থেকে ভিন্ন কায়দায় অভিযান চলছে নতুন বছরে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সফলতা পাচ্ছি। অবৈধ অভিবাসীদের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যা শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করেনা বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ব্যপক প্রভাব ফেলছে। উল্লেখ্য অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য মালয়েশিয়া সরকার ২০১৭ সালে সুযোগ দেয়।

শেষ হয় ২০১৮ সালের ৩০ শে আগস্ট। ঐ বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশি রেজিস্ট্রেশন করে প্রতারণার শিকার হয়। এর পর অবৈধ অভিবাসীদের জন্য সেদেশের সরকার ব্যাক ফর গুড কর্মসুচির ম্যাধমে দেশ ত্যাগের সুযোগ দেয়। যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৯। আর সেই সুযোগ শেষ হতেই শুরু হয় অভিযান। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়