শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারালো বাংলাদেশ

রাকিব উদ্দীন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস আরো চাঙ্গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১১২ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৫ রানের জয় পায় টাইগ্রেসরা।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। ফারজানার ২১ রানের পাশাপাশি রিতু মনির ১৪ ও নিগার সুলতানার ১৩ রানে ১১২ রানের টার্গেট দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে আইমান আনোয়ার সর্বোচ্চ দুটি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খান ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। ১৮ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তান সবগুলো উইকেট হারিয়ে ১০৬ রানে থামলে ৫ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জাহানারা আলম। এছাড়া ৩ টি উইকেট তুলে নেন অধিনায়ক সালমা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়