শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুদক

সিরাজুল ইসলাম:  দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলাটি করেন।

এজাহারে বলা হয়, সুরেন্দ্র কুমার সিনহার ভাবমূর্তি ক্ষণ্ন করার হীন উদ্দেশ্যে শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেন। এজন্য দুদক আইন-২০০৪ এর ২৮গ (২) ধারায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলা করার পর সাংবাদিকদের নাজমুল হুদা বলেছিলেন, ২০১৭ সালে তার কাছে সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করেন বিচারপতি এস কে সিনহা। টাকা না দিলে আমার রিুদ্ধে করা সবকটি মামলার রায় আমার বিরুদ্ধে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ওই দিন দুপুরে প্রধান বিচারপতি তার খাস কামরায় ডেকে ঘুষ দাবি করেন।

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মামলা তদন্ত করে দেখা গেয়েছে মামলাটির তথ্য সঠিক নয়, ভিত্তিহীন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি হলে পুলিশ ৩ অক্টোবর মামলাটি দুদকে পাঠিয়ে দেয়। ওই মামলাটি তদন্ত করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। গত বছরের ৪ ডিসেম্বর কমিশন এই অভিযোগ থেকে বিচারপতি সিনহাকে অব্যাহতি দেয়। একই দিন ঋণ জালিয়াতির মামলায় তাকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়