সিরাজুল ইসলাম: দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলাটি করেন।
এজাহারে বলা হয়, সুরেন্দ্র কুমার সিনহার ভাবমূর্তি ক্ষণ্ন করার হীন উদ্দেশ্যে শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেন। এজন্য দুদক আইন-২০০৪ এর ২৮গ (২) ধারায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলা করার পর সাংবাদিকদের নাজমুল হুদা বলেছিলেন, ২০১৭ সালে তার কাছে সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করেন বিচারপতি এস কে সিনহা। টাকা না দিলে আমার রিুদ্ধে করা সবকটি মামলার রায় আমার বিরুদ্ধে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ওই দিন দুপুরে প্রধান বিচারপতি তার খাস কামরায় ডেকে ঘুষ দাবি করেন।
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মামলা তদন্ত করে দেখা গেয়েছে মামলাটির তথ্য সঠিক নয়, ভিত্তিহীন।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি হলে পুলিশ ৩ অক্টোবর মামলাটি দুদকে পাঠিয়ে দেয়। ওই মামলাটি তদন্ত করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। গত বছরের ৪ ডিসেম্বর কমিশন এই অভিযোগ থেকে বিচারপতি সিনহাকে অব্যাহতি দেয়। একই দিন ঋণ জালিয়াতির মামলায় তাকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।