শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবকিছু কি শুধু আপনি একাই বোঝেন?

 

আকতার বানু আলপনা : ফেসবুকে বেশকিছু উপদেশ চাষি আছেন, যাদের কাজ হলো, বিভিন্ন রকমের উপদেশের চাষ করা এবং না চাইতেই যে কাউকে সেগুলো নিয়মিত বিনা পয়সায় সাপ্লাই দেওয়া। যেমন ধরুন কোনো উপদেশ চাষি কাউকে বলছেন, মেয়েকে গান না শিখিয়ে কোরআন শেখান। আজব তো। আপনি কী করে জানলেন, বাচ্চাকে তার মা-বাবা কোরআন শেখাচ্ছেন না? আপনি কেন ধরে নিলেন যে, আপনার চেয়ে তাদের জ্ঞান কম? শিক্ষিত বাবা-মা কী জানেন না, তার বাচ্চার জন্য কোনটা শেখা জরুরি, কোনটা নয়? কোন কাজ তারা কেন করছেন, সেটা কী তারা না জেনেই করছেন? সবকিছু কি শুধু আপনি একাই বোঝেন? দুনিয়ার আর কেউ কিচ্ছু বোঝে না? না বুঝলেও তাদের উপদেশ দেওয়ার আপনি কে? তারা কী আপনার কাছে উপদেশ চেয়েছে? আপনি আপনার নিজের চরকায় নিয়মিত তেল দিন। অন্যের চরকার দিকে তাকান কেন?

আরও আছে। লাইক না দিয়ে যাবেন না, এর জন্য কয়টি লাইক হয় দেখি, অমুকের এই বিশাল গবেষণা পরীক্ষা করে দেখুন, অমুক পোস্ট শেয়ার করেন, তমুক ভিডিও ভায়রাল করেন ইত্যাদি কতোশত উপদেশ। নিজের ভাবনা, বিশ্বাস, বিবেচনা, মতামত যে যেচে অপরিচিত কারও উপর চাপানো যায় না, চাপানোটা যে একটা ভীষণ রকমের অসভ্যতা, কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানো যে রীতিমতো বেহায়াপনা, এসব উপদেশ চাষিরা সেটুকুও জানে না। পৃথিবীতে যে কতো কিসিমের বেয়াকুফ আছে তা বলে শেষ করা যাবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়