শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপস পালের মৃত্যু: ভারত সরকারকে দায়ী করলেন মমতা

মুসফিরাহ হাবীব: প্রখ্যাত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার মৃত্যুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র দিকে আঙুল তুলে তার অভিযোগ, দিনের পর দিন জেলে বন্দি করে রাখার জন্যই অসময়ে মৃত্যু হয়েছে তাপস পালের। কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে উল্লেখ করে মমতা বলেন, 'একই কারণে তিনজনের মৃত্যু হয়েছে। কেউ অন্যায় করলে বিচার হোক।'

৬১ বছর বয়সী তাপস পাল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের বাঘা বাঘা অনেক তৃণমূল নেতার পাশাপাশি চিটফান্ড কেলেঙ্কারিতে তারও নাম আসে বলে এনডিটিভি জানিয়েছে।

বুধবার এ চলচ্চিত্র অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মমতা ওই চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি নিন্দনীয়। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। এর কারণে আমি চোখের সামনে তিনটি মৃত্যু দেখলাম।”

“আইন অবশ্যই তার নিজস্ব পথে চলবে। কিন্তু দিনের পর দিন যেভাবে অপমান করা হয়েছে, অপপ্রচার চলেছে, এগুলো লোকজনকে নিঃশেষ করে দিয়েছে। আমি এমনকী তাপসের দিকে তাকাতেও পারছি না,” ক্ষুব্ধ কণ্ঠে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তাপস পাল ছাড়াও বাকি যে দু’জনের মৃত্যুর জন্য তৃণমূলপ্রধান কেন্দ্র সরকারকে দায়ী করেছেন, তারা হলেন- তৃণমূল বিধায়ক সুলতান আহমেদ ও দলের আরেক নেতা প্রসূণ বন্দোপাধ্যায়ের স্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়