শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটের পর ব্রিটিশ অভিবাসন নীতিতে বিরাট পরিবর্তন, কম দক্ষ কর্মীদের দেয়া হবে না কোনও ধরনের ভিসা

আসিফুজ্জামান পৃথিল : নতুন এই অভিবাসন পদ্ধতির ঘোষণা দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল। তিনি নিজেও অভিবাসী পরিবারের সন্তান। দ্য গার্ডিয়ান

ব্রিটিশ সরকার চাকরিদাতাদের আহ্বান জানিয়েছে, তারা যেনো ইউরোপের সস্তা শ্রম নীতি থেকে সরে আসেন এবং অটোমোশন প্রযুক্তির দিকে জোর দেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ৩১ জানুয়ারির পর থেকে ইইউ এর এবং ইইউ এর বাইরের সকল অভিবাসীর সঙ্গে সমান আচরণ করা হবে। ইউরোপীয়রা আর কোনও বিশেষ সুবিধা বা মর্যাদা পাবেন না।

লেবার পার্টি বলেছে, এভাবে একটি জিম্মি পরিস্থিতির সূচনা হতে যাচ্ছে যুক্তরাজ্যে। ফলে বিদেশি শ্রমিকরা আর দেশটিতে কাজ করতে আগ্রহ পাবেন না।

বিবিসিকে প্রীতি প্যাটেল বলেন, তারা চান সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিরাই যুক্তরাজ্যে আসুক। অদক্ষ বা নিম্নমানের দক্ষতার লোকেদের যুক্তরাজ্যে কোনও জায়গা নেই।

এই পরিকল্পনা অনুযায়ী দক্ষতার একটি মাপকাঠি নির্ধারিত হয়েছে। এ লেভেলে বা স্কটিশ হায়ার স্ট্যান্ডার্ড এর সমমানের সার্টিফিকেট প্রয়োজন হবে দক্ষদের। শুধু গ্রাজুয়েট হলে কাজ হবে না এক্ষেত্রে।

ওয়েটার বা কৃষি শ্রমিকরা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না। তবে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিরা ভিসা পাবেন। দকে তাদেরও এ লেভেল পাশ এবং গ্রাজুয়েট হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়