শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের রাস্তায় হাঁটলে তাকে সেলাম করব, বললেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা

মশিউর অর্ণব: মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপচারিতার একপর্যায়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি বলেন, ‘এইমূহুর্তে আমি রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নই। আমি মনে করি না, আমি একজন ভালো রাজনীতিবিদ হতে পারব।’ ইন্ডিয়া টুডে

পার্লামেন্টের বাজেটে অধিবেশনে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং বিশেষ মর্যাদা লোপ করার পরেও গত ছয় মাসে সেখানে কোনো বিক্ষোভ দেখা যায়নি। কিন্তু ইলতিজার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বশরীরে কাশ্মীরে গিয়ে দেখা উচিৎ যে, সেখানকার মানুষ আসলে কতোটা ক্ষুব্ধ। কাশ্মীরের আসল চিত্র সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সঠিক ধারণা নেই দাবি করে ইলতিজা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি। হয়তো তাকে কাশ্মীর নিয়ে ভুল বোঝানো হচ্ছে, অথবা তিনি নিজেই উদ্দেশ্যমূলকভাবে দেশকে ভুল বোঝাচ্ছেন।’

সম্প্রতি পুলিশ দাবি করেছিল, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিংসাত্মক ও উগ্রবাদী কর্মকাণ্ডে জড়াচ্ছেন কাশ্মীরের অধিবাসীরা। পুলিশের সেই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করে ইলতিজা বলেন, ‘যেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারেই নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কাশ্মীরে গিয়ে ভিপিএন ব্যবহার করব। পুলিশ চাইলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়