শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা এখনো শেষ হয়নি, অ্যানফিল্ডের ভয়াবহতা নিয়ে অ্যাতলেটিকোকে ক্লপের অগ্রিম হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে প্রথম লেগ জিতে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। গত বছরের ডিসেম্বরে শেষ হারের মুখ দেখা লিভারপুলকে মাটিতে নামালো দিয়াগো সিমিওনের শিষ্যরা। তবে এ নিয়ে চিন্তিত নন অর রেডসদের কোচ ইয়ুর্গেন ক্লপ। ফিরতি লেগে অ্যানফিল্ডে আসার আগেই হুমকি দিয়ে রাখলেন অভিজ্ঞ এ কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২৫ জয় নিয়ে ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তার করা লিভারপুলকে নিজেদের মাঠে হারালেও অ্যানফিল্ড নিয়ে ভয় রয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে বার্সেলোনার মতো জায়ান্ট দলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠা লিভারপুল পিছু হটতে রাজি নয়। আগে থেকেই অ্যাতলেটিকোকে হুঙ্কার দিয়ে রাখলেন কোচ ক্লপ।

তিনি বলেন, ‘আমি অনেক খুশি মুখ দেখতে পাচ্ছি, কিন্তু তাদের বলে দিতে চাই খেলা এখনো শেষ হয়নি। ফিরতি লেগ অ্যানফিল্ডে, সেখানে দেখাতে চাই আমরা কি করতে পারি। দ্বিতীয় লেগ ভিন্ন স্টেডিয়ামে হবে, সেটা আমাদের স্টেডিয়াম আর অ্যাতলেটিকো তা বুঝতে পারবে। আমরা ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’

অ্যাতলেটিকোর সমর্থকদেরও অগ্রিম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্লপ, ‘যতক্ষণ পর্যন্ত ১১জন ফুটবলার লিভারপুলের শার্ট পরে খেলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাচ হারব না। আর অ্যানফিল্ডের ম্যাচের টিকিট যদি অ্যাতলেটিকোর সমর্থকরা পায় তাহলে তাদের স্বাগতম জানাচ্ছি মাঠে এসে খেলা দেখার জন্য।’

শেষ ষোলোর ফিরতি লেগে আগামী ১২ মার্চ অ্যাতলেটিকোকে অ্যানফিল্ডে আতিথ্য দেবে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়