শিরোনাম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি শাসকদের হত্যাকারী গুণ্ডা বললেন বার্নি স্যান্ডার্স

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশী হিসেবে মধ্যপ্রাচ্য নিয়ে আরো অনেক ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের আশা দিয়ে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন তার পক্ষে তেহরান ও রিয়াদকে একসঙ্গে বসিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। মিডিল ইস্ট আই.ডটনেট

সৌদি আরবের নেতৃত্ব নিয়ে মঙ্গলবার এক বৈঠকে সিএনএনকে বার্নি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান একজন কোটিপতি স্বৈরশাসক।

তিনি বলেন, বছরের পর বছর যুক্তরাষ্ট্রের চমৎকার মিত্র হিসেবে সৌদি আরবকে আমরা ভালবেসে আসছি। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে দেশটি যারা শাসন করছে তারা খুনী ও গুণ্ডা।

বার্নি বলেন ওয়াশিংটনের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যেই ইরান ও সৌদি আরবের সঙ্গে সমস্যা মিটিয়ে আনা।

বার্নি বলেন, সৌদি ও ইরানের নেতাদের একসঙ্গে বসিয়ে মার্কিনীদের বলা উচিত জাতি হিসেবে যুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে করতে আমরা সত্যিই হাঁপিয়ে গেছি, তাদের একসঙ্গে কাজ করা উচিত এবং আমাদের সম্পদ তাদের ব্যবহারে অব্যাহত থাকবে।

বার্নি আরো বলেন, ইসরাইলিদের উচিত নেতানিয়াহুর সরকারের মত চরম এক ডানপন্থী বর্ণবাদী সরকারকে সমর্থন দেয়া কারণ তারা তাদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, গাজায় তরুণদের ৭০ শতাংশ বেকার। এই মানবেতর পরিস্থিতি বজায় রেখে কিভাবে মার্কিন পররাষ্ট্রনীতি ইসরাইলী ও আরবদের একসঙ্গে শান্তি পরিকল্পনার বাস্তবায়ন করবে। মার্কিনীদের সম্পদ আছে তার মানে এই নয় যে তা ফিলিস্তিনিদের নাগালের বাইরে রেখে ইসরাইলমুখী হয়ে থাকলে কোনো কাজে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়