শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাহোরে হামলার পর নিরাপদে নিয়ে যাওয়া সেই বাসচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তান সফরে লাহোরের হামলার শিকার হয়েছিলো শ্রীলঙ্কা দল। যদিও তখন বেশি ক্ষতি হয়নি। তবে সেই ঘটনা আরো বেশি ক্ষতি হতে পারতো যদি না নিজের জীবন বাজি রেখে বাস চালক মেহের মুহাম্মদ খলিল বাসটাকে অভিনব কায়দায় নিরাপদ স্থানে না নিয়ে যেতেন।

লাহোরের সেই ঘটনার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। সম্প্রতি আবারো ক্রিকেট ফিরেছে। আন্তর্জাতিক দলগুলো তো বটেই, বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্লাব এমসিসিও (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) পাকিস্তানে খেলতে গিয়েছে। সেই দলের প্রধান আবার কুমার সাঙ্গাকারা, যিনি ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কার ওই দলটির সদস্য ছিলেন।

বাস চালক মেহের কীভাবে খেলোয়াড়দের প্রাণে বাঁচিয়েছিলেন, তা স্বভাবতই অজানা নয় সাঙ্গাকারার। তাই এমসিসি একাদশের হয়ে পাকিস্তান সফরে গিয়ে সাক্ষাৎ করেছেন সেই সাহসী বাস চালকের সাথে, যিনি নিজের প্রাণের মায়া ভুলে ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেছিলেন।

ঐ ঘটনার পর ক্রিকেট-বিশ্ব মেহেরকে ‘নায়ক’ বলে আখ্যায়িত করেছিলো। সেই লাহোরেই সেদিনের নায়কের সাথে সাঙ্গাকারার সাক্ষাৎ। মেহের জানান- ‘সাঙ্গাকারার সাথে আমার দেখা হয়েছে। তার মতো কিংবদন্তীর সাথে দেখা হওয়া আমার জন্য সৌভাগ্যের। ঐ ঘটনার পর এবারই তিনি প্রথম এখানে এলেন। দেশের খোঁজখবর নিয়েছেন, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মতো ক্রিকেটারকে আমাদের দেশে পেয়ে আমরা ভাগ্যবান। আমি নিশ্চিত, অন্যান্য দেশকে পাকিস্তান সফরে আসার জন্য তিনি উৎসাহিত করবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়